• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কারাগার থেকে পালিয়ে আসে ৪শ’ স্বাধীনতাকামী বাঙালি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মার্চ ২০১৮, ১২:১৮

১৯৭১এর একাত্তরের ৫ মার্চ। বঙ্গবন্ধুর ৭ মার্চের জনসভা নিয়ে উত্তাল ঢাকাসহ সারাদেশ। অন্যদিকে, জনসভা প্রতিহত করতে পাকিস্তানি শাসকগোষ্ঠী নানা পরিকল্পনা করতে থাকে।

পাকিস্তান কার্যত তখন চলছিলো বঙ্গবন্ধুর নির্দেশে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বের হওয়া সব মিছিলের কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধুর বাড়ি।

এদিন, কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে প্রায় চারশ’ স্বাধীনতাকামী বাঙালি শহীদ মিনারের সমাবেশে যোগ দেন। ফটক ভাঙার সময় পুলিশের গুলিতে ৭ জন নিহত ও ৩০ জন আহত হন।

পাক গোয়েন্দারা রাওয়ালপিন্ডিতে বার্তা পাঠায়, শেখ মুজিব সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। ইয়াহিয়া পরিস্থিতি মোকাবেলায় বিশেষ দায়িত্ব দেন সেনা কর্মকর্তা হামিদ গুলকে।