• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জাফর ইকবাল সুস্থ আছেন, কথা বলছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মার্চ ২০১৮, ১১:৪১

ড. জাফর ইকবাল সুস্থ আছেন। তিনি শঙ্কামুক্ত, এখন কথা বলছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে তার। জানালেন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কনসালটেন্ট সার্জন জেনারেল মুন্সী মুজিবুর রহমান।

তিনি বলেন, মাথার ৪টিসহ তার শরীরে ৬টি আঘাতের চিহ্ন রয়েছে। তবে সুস্থতা বিবেচনা করে দর্শনার্থীদের প্রবেশের বিধিনিষেধ রয়েছে।

এর আগে শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. জাফর ইকবাল হামলার শিকার হন। তার পেছনে থাকা ফয়জুর রহমান ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করে সেখানে একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার রাতে বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন:

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh