• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আজ স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ মার্চ ২০১৮, ১৬:২৭

আজ ঐতিহাসিক ৩ মার্চ। ১৯৭১ সালে দিন যতোই এগোচ্ছিলো, বঙ্গবন্ধুর বজ্রকঠিন নেতৃত্বে বাঙালি জাতি ততোই অধিকার আদায়ের চূড়ান্ত গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছিলো।

এদিন পল্টন ময়দানে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশ থেকে প্রথম স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। ইশতেহারে স্বাধীনতার ঘোষণা, সশস্ত্র মুক্তিযুদ্ধের আহ্বান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের অনুমোদনসহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়। উপস্থিত লাখো জনতা, ইশতেহারকে অনুমোদন দেন।

দুই মার্চ গণহত্যার প্রতিবাদে একাত্তরের এই দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশে মিছিল করে স্বাধীনতাকামী বাঙালিরা। ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলন ও লাগাতার হরতালের ডাক দেন। সেই সাথে দাবি জানান, সামরিক আইন প্রত্যাহার করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের।

এদিন বঙ্গবন্ধু, ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়ে সব দাবি মেনে নিতে, ইয়াহিয়াকে ৭ মার্চ পর্যন্ত সময় বেধে দেন।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
কান উৎসবে বিচারক হয়ে যাচ্ছেন ঢাকার ঋতি
X
Fresh