• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস আজ আসছেন

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ মার্চ ২০১৮, ০৮:৩১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস তিনদিনের সফরে আজ ঢাকায় আসছেন।

এই সফরে রোহিঙ্গা সমস্যার বিষয়ে দুই দেশের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। তিনি দুপুরে কক্সবাজার যাবেন। সেখানে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করবেন।

এছাড়া দুই দেশের মধ্যে সন্ত্রাস ও নিরাপত্তা সহযোগিতা জোরদার, যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলে’ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে আলোচনা করবেন।

লিসা কার্টিস মূলত নিরাপত্তা বিষয়ে কাজ করে থাকেন। এ কারণে তার সফরে রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পাবে।

রোহিঙ্গা, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, সন্ত্রাসবাদ দমন, সহিংসতাবিরোধী কার্যক্রম, সাইবার নিরাপত্তা, উত্তর কোরিয়াসহ বৈশ্বিক অবস্থা আলোচনা করবেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কর্মকর্তা লিসা কার্টিস।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা ও গোয়েন্দা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাইডেনের চিঠির জবাব দিয়েছেন শেখ হাসিনা
গাজায় নৃশংসতার মাত্রা ছাড়িয়েছে ইসরায়েল : বাইডেন
নীরবেই ঢাকা ঘুরে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে যা বললেন বাই‌ডেন
X
Fresh