• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মঞ্চ ভেঙে পড়ে গেলেন মেয়র সাঈদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০১৮, ১৪:৩০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যার কথা শোনার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেছে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ ৩০ থেকে ৩৫ জন। তবে তাদের কেউ আহত হননি। পরে মেয়র খোকন দুয়েকটি প্রশ্ন নিয়েই অনুষ্ঠানটি শেষ করেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পরীবাগ নালিপাড়ায় এ ঘটনা ঘটেছে। ২১ নম্বর এই ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানাতে এবং বিভিন্ন নাগরিক সমস্যার কথা জানতে হাজির হয়েছিলেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ভেঙে পড়া মঞ্চপরিবাগ মসজিদ সংলগ্ন দক্ষিণ গেটে আয়োজন করা হয় ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক অনুষ্ঠানটি।

পড়ে যাওয়ার পর মেয়র সাঈদ খোকন বলেন, আল্লাহর রহমতে আমাদের কারও কোনো ক্ষতি হয়নি। সবাই ভালো আছেন।

এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কামরুল ইসলাম চৌধুরী, প্রধান বর্জ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ষবরণ উদযাপন করল হরিরামপুর বন্ধুমঞ্চ  
মঞ্চ থেকে অভিনেত্রীকে নেমে যেতে বাধ্য করলেন ভক্তরা
একই মঞ্চে নাচবেন মেহজাবীন সাবা ও দীঘি
বিশ্বমঞ্চে ‘আই-পপ’ নিয়ে ভারতীয় ৪ তরুণী
X
Fresh