• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

অনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর ২০১৬, ১০:০৭

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের মধ্যে বৈঠক চলছে।

রাজধানীর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার সকাল ৯টার পর এ বৈঠক শুরু হয়। বৈঠকের পর অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যৌথ সংবাদ সম্মেলনে আসবেন তারা।

রোববার বিকেলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দু’দিনের সফরে ঢাকায় পৌঁছান।

বৈঠকে কিমের নেতৃত্বে বিশ্ব ব‌্যাংকের ৯ সদস‌্যের প্রতিনিধি দলে সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানিটি ডিক্সন, বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পল রোমার এবং ঢাকার কের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান উপস্থিত আছেন।

অন‌্যদিকে মুহিতের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলে আছেন অর্থ সচিব মাহবুব আহমেদ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন।

এদিকে আজ (সোমবার) বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস। এবারে এ দিবসটি বাংলাদেশেই পালন করবেন বিশ্ব ব‌্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং। বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক পাবলিক লেকচারে বক্তৃতা দেবেন তিনি।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পল রোমার।

এসএস/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh