• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বসন্তে সকাল-সন্ধ্যা বৃষ্টি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৫

ঋতুরাজ বসন্তের আগমন শুরুতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। রোববার দিবাগত রাত তিনটা থেকে ঝড়ো বাতাসসহ এক দফা বৃষ্টি। আবার রাত আটটার পর শুরু হয় দ্বিতীয় দফা বৃষ্টি।

এ বৃষ্টিতে আটকা পড়েন ঘরমুখী মানুষ। কর্মস্থল থেকে বাড়ি ফিরতে ভোগান্তি পোহাতে হয় তাদের।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ বৃষ্টি হয়। দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টির খবর পাওয়া যায়। কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে দেখা গেছে।

শীত শেষে বসন্তের এ বৃষ্টি আজ সোমবার দিনেও হতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, ঢাকা বিভাগের দু’এক জায়গাসহ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।