• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাট-বাজারের ইজারা মূল্য কমালো সরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৫

‘সরকারি হাট-বাজারের ইজারা প্রদানের লক্ষ্যে মূল্য পুনঃনির্ধারণ’ করে পরিপত্র জারি করা হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুহাম্মদ ইকবাল হুসাইন স্বাক্ষরিত জারি করা পরিপত্রে সরকারি হাট-বাজারের ইজারা মূল্য কমানোর বিষয়টি জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি হাট-বাজারের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং তা থেকে প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা ২০১১ অনুযায়ী বিগত ৩ বছরের ইজারা মূল্যের গড় মূল্য সরকারি মূল্য হিসেবে নির্ধারিত ছিল। স্থানীয় সরকার বিভাগ থেকে ২০১৬ সালের ১ মার্চের পরিপত্রের মাধ্যমে বিগত ৩ বছরের ইজারা মূল্যের গড়ের সঙ্গে পৌর এলাকার ক্ষেত্রে অতিরিক্ত ২৫ শতাংশ এবং পৌর এলাকার বাইরের ক্ষেত্রে ১০ শতাংশ বৃদ্ধি করে হাট-বাজারের সরকারি মূল্য নির্ধারণ করা হয়। যা এখন বাতিল করা হলো। এখন বিগত ৩ বছরের ইজারা মূল্যের গড়ের সঙ্গে অতিরিক্ত ৬ শতাংশ বৃদ্ধি করে হাট-বাজারের সরকারি মূল্য নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।

পরিপত্রের অনুলিপি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

এসএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আ.লীগ সরকার সরকারিভাবে ইফতার বন্ধ করেছে’
রাজকুমার মুক্তির আগে নতুন সমালোচনায় শাকিব খান
সিঙ্গাপুর থেকে স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহে নীতিগত অনুমোদন দিল সরকার 
ঈদে সরকারি চাকরিজীবীদের সমান ছুটি পাবেন শ্রমিকরা
X
Fresh