• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেদারল্যান্ডসে শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৫

ইউরোপের দেশ নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে প্রথমবারের মতো একটি স্থায়ী শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শহরটির সবুজ ও সুবিশাল জাউডার পার্কে শহিদ মিনারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

গত ১৯ ফেব্রুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নেদারল্যান্ডস ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

এর ফলে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের নেদারল্যান্ডসে একটি স্থায়ী শহিদ মিনার নির্মাণের দীর্ঘ লালিত স্বপ্ন বাস্তব রূপ লাভ করতে যাচ্ছে।

নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ দুই বছরের প্রচেষ্টার পর গত বছরের ১১ অক্টোবর শহিদ মিনার নির্মাণের জন্য জায়গা বরাদ্দ করে হেগের নগর কর্তৃপক্ষ।

এর আগে শান্তি ও সুবিচারের শহর হিসেবে পরিচিত হেগে স্থায়ী শহিদ মিনার নির্মাণের জন্য নগর কর্তৃপক্ষের কাছে আবেদন করে বাংলাদেশ দূতাবাস।

এছাড়া মাতৃভাষার জন্য বাঙালি জাতির আত্মত্যাগের মর্মবাণীকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে শহরটিতে আন্তর্জাতিক পরিসরে মাতৃভাষা দিবস পালন শহিদ মিনার নির্মাণের দাবিকে আরও জোরালো করে।

এরই প্রেক্ষিতে মেয়রের নেতৃত্বে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি সর্বসম্মতিক্রমে শহিদ মিনার নির্মাণের প্রস্তাব অনুমোদন করে।

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
X
Fresh