• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

একুশের পথ ধরে স্বাধীনতা এসেছে : প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৪

একুশের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে কাজ করতে হবে। ভাষার সঠিক ও শুদ্ধ ব্যবহার বাড়াতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সাহিত্য, সংস্কৃতি ও ভাষার ওপর আঘাত করে এ জাতিকে ধ্বংস করতে চাইলেও বাঙালি জাতি মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে দাঁড়িয়ে আছে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বায়নের যুগে তাল মিলিয়ে চলতে গিয়ে বাঙালি জাতি হিসেবে স্বকীয়তা যাতে হারিয়ে না ফেলে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের উপর জোর দিতে হবে।

তিনি বলেন, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য সেটা যেন কখনো ভুলে না যাই সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, আমরা রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছি এবং এ বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছি। এটি আমাদের জন্য বিরাট গৌরবের বিষয়। তাই এ ভাষার চর্চা ভুলে যাওয়া উচিত হবে না।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এবং ঢাকায় ইউনেস্কোর প্রধান প্রতিনিধি বি কালদুনও বক্তৃতা করেন।

আরও পড়ুন:

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
‘বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস’
সীমান্তে হতাহতের ঘটনা প্রমাণ করে সার্বভৌমত্ব চরম সংকটে : ফখরুল
‘দেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে’ 
X
Fresh