• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সারাবিশ্বে সত্য-ন্যায় প্রতিষ্ঠার প্রেরণা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৫

সারাবিশ্বের সব নাগরিকের সত্য ও ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার প্রেরণার উৎস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। একুশে ফেব্রুয়ারির রক্তস্নাত গৌরবের সুর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের ১৯৩টি দেশের মানুষের প্রাণে অনুরণিত হচ্ছে।

তিনি বলেন, বিশ্বের ২৫ কোটি মানুষের ভাষা বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতিদানের উদ্যোগ নিয়েছি আমরা। ইতোমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে দাবি উত্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, অমর একুশে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মনিরপেক্ষতার প্রতীক। একুশের চেতনা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, গত নয় বছরে দেশের প্রতিটি সেক্টরে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়েছে। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে ‘রোল মডেল’। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।

বাণীতে তিনি সব ভাষা শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


আরও পড়ুন:

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের কাজ পুনরায় শুরুর বিষয়ে বৈঠক
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
দগ্ধ আরও একজনের মৃত্যু
ভাষানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু
X
Fresh