• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রশ্নপত্র ফাঁসের ৬ ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্টি

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩০

চলমান এসএসসি পরীক্ষার প্রায় সব বিষয়ের প্রশ্নপত্র পুরো বা আংশিক ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে উচ্চ আদালতের নির্দেশে দুটি কমিটিও হয়েছে।

প্রশ্নপত্র ফাঁস নিয়ে আজ (মঙ্গলবার) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে তিন মন্ত্রীর উপস্থিতিতে যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশ্নপত্র ফাঁসের কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়কমন্ত্রী মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষাসমূহে কয়েক লাখ পরীক্ষার্থী কয়েক হাজার কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত এর সঙ্গে প্রায় লক্ষাধিক ব্যক্তি জড়িত থাকেন। এর কোনও এক পর্যায়ে প্রশ্নপত্র ফাঁস হতে পারে। যেমন-