• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করলো ব্রিটেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৪

বাংলাদেশিদের জন্য ভিসার আবেদন প্রক্রিয়া আগের চেয়ে আরও সহজ করেছে ব্রিটেন। এজন্য সম্প্রতি অন ডিমান্ড মোবাইল ভিসা (ওডিএমভি) নামে নতুন এক পদ্ধতি চালু করা হয়েছে। এই পদ্ধতিতে আবেদনকারীকে ভিসা আবেদনের জন্য কেন্দ্রে আর যাওয়ার প্রয়োজন হবে না।

সোমবার দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পর্যটকদের জন্য ভিজিট ভিসার এই নতুন ফর্মের নাম দেয়া হয়েছে ‘এক্সেস ইউকে’। এই আবেদনপত্রে যুক্তিসঙ্গত কিন্তু অপেক্ষাকৃত কম তথ্য পূরণ করে ভ্রমণ পিপাসুরা আবেদন করতে পারবেন। একই সঙ্গে এই ফর্মটি খুব সহজেই মোবাইলে ডাউনলোডের পর সেটি পূরণ করে পাঠানো যাবে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্ল্যাক জানান, ব্যবসায়ীদের জন্য সব সময়ই ব্রিটেন উন্মুক্ত।

এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ইউকে এক্সেস প্রবর্তনের ফলে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ এবং দ্রুত হবে।

আবেদনপত্রটি পাওয়া যাবে www.gov.uk/apply-uk-visa এই ঠিকানায়।

আরও পড়ুন:

এসএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh