• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘উনাদের অভিযোগে কিছু আসে যায় না’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের রায়ের ‘সার্টিফাইড কপি’ নিয়ে সরকার ‘ছলচাতুরি’ করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘উনি অনেক কিছু অভিযোগ করতে পারেন। উনি তো আইনই মানেন না। উনাদের অভিযোগে কিছু আসে যায় না।’

আজ (রোববার) সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পো। পরে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘মওদুদ আহমদ আইনমন্ত্রী থাকার সময়ে আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার পাইনি। ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করার কোনও পদক্ষেপ নেননি। মওদুদ আহমদ সাহেব সরকারে থাকাকালীন দেখেছি ফারুক রাষ্ট্রপতি নির্বাচন করে। ফারুক হচ্ছে আত্মস্বীকৃত বঙ্গবন্ধুর খুনি।’

আইনমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের ‘সার্টিফাইড কপি’ পাওয়ার বিষয়ে তারা যে বক্তব্য দিচ্ছে তা তাদের কল্পনা প্রসূত এবং মিথ্যা। তাদের বিষয়টা দেখতে হবে, আমরা আইনের কোনও ব্যত্যয় ঘটাচ্ছি কি না।’

তিনি বলেন, আদালত কখন রায়ের কপি দেবেন, কি দেবেন না, সেটি আদালত বলতে পারবেন। রায়ের কপি প্রস্তুত হলে নিশ্চয়ই দেবেন। না দেয়ার তো কোনও কারণ নেই। তবে আমি দূর থেকে আইনজীবী হিসেবে এটুকু বুঝি ৬৩২ পাতা তৈরি করতে একটু সময় লাগে।

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকের বিষয়ে আনিসুল হক বলেন, তিনি অ্যান্টি ডিসক্রিমিনেশন অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, হিউম্যান রাইটস কমিশন ও শিশুদের অধিকার, ডমেস্টিক ভায়োলেন্স, সাক্ষী সুরক্ষা আইন সম্বন্ধে আলাপ-আলোচনা করেছেন।

এ বিষয়ে আমরা কি করছি সেটাও তাকে অবহিত করেছি।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
যেভাবে কাটছে খালেদা জিয়ার ঈদ
যেখানে ঈদ করবেন খালেদা জিয়া
বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন
X
Fresh