• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘খালেদার রায়ের কপি পেতে দেরির দায় বিএনপির’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৯

বেগম খালেদা জিয়ার রায়ের কপি পেতে দেরির দায় বিএনপির। রায় ঘোষণার সাথে সাথে সার্টিফাইড কপির জন্য বিএনপির পক্ষ থেকে কোনো দরখাস্ত দেয়া হয় নাই। তারা দরখাস্ত দিয়েছে দু-দিন পরে। অহেতুক তারা বিলম্ব করে রোববারে তারা দরখাস্ত দিয়েছে।

বললেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সেমিনার হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

কামরুল ইসলাম বলেন, একইভাবে তারা ডিভিশন প্রাপ্তির বিষয়ে দরখাস্ত দিয়েছে দুদিন পর। এগুলোর কারণ, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে এবং অহেতুক একটা ধুম্রজাল সৃষ্টির চেষ্টা। সার্টিফাইড কপি তারা অবশ্যই পাবেন। তবে সেটা আদালত ভালো জানেন কবে পাবেন।

তিনি বলেন, খালেদা জিয়ার সার্টিফাইড কপির ব্যাপারে সরকারের কিছুই করার নাই। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না এটা নির্বাচন কমিশন জানেন। আর নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

এ সময় খাদ্যমন্ত্রী বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ধরনের উচ্ছৃঙ্খল ও সন্ত্রাসী কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ্য করবে না। তারা এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে।

সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা নির্বাচনে অভূতপূর্ব বিজয় অর্জন করেছি : কামরুল
X
Fresh