• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শুক্রবারের গুরুত্বপূর্ণ খবর

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ অক্টোবর ২০১৬, ২৩:১৭

  • বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন ও তথ্য-প্রযুক্তিসহ সার্বিক বিষয়ে সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের; দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সই হয়েছে অনেকগুলো চুক্তি ও সমঝোতা স্মারক।
  • স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পর শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ ও নৈশভোজেও অংশ নেন চীন প্রেসিডেন্ট।
  • চীন ও বাংলাদেশের ১৫ প্রতিষ্ঠানের মধ্যে ১৩ ব্যবসা চুক্তি সই।
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় রাঙ্গামাটি জেলা পরিষদের অফিস সহকারী গ্রেপ্তার।
  • লক্ষ্মীপুরের হাড়িমারা থেকে এক জেলের লাশ উদ্ধার। পিরোজপুরের কাউখালীর নাঙগুলিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু।
  • নারীকে জড়িয়ে ধরার অভিযোগ শতভাগ মিথ্যা : ডোনাল্ড ট্রাম্প; কেবল নারী নয়, ট্রাম্প যেকোন সভ্য মানুষের জন্যই হুমকি : মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
  • শিগগিরই আলেপ্পো সন্ত্রাসী ও বিদ্রোহীমুক্ত হবে বলে রুশ গণমাধ্যমের কাছে দাবি করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যুদ্ধবিরতির জন্য শনিবার ফের লন্ডনে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-রাশিয়া।
  • থাই রাজা ভূমিবলের মৃত্যুতে দেশটিতে চলছে এক বছরের শোক, আগামি এক মাস সব ধরণের উৎসব বন্ধ রাখার ঘোষণা।
  • সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের নাগরপুরের আব্দুল বারেক দেওয়ান নামে একজন মারা গেছেন।
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইমরান তাহিরকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা ও দুই ডিমেরিট পয়েন্ট শাস্তি দিয়েছে আইসিসি।

আরএইচ/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh