• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মুগদায় সিলিংফ্যানে আগুন, দগ্ধ ৫

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৪

রাজধানীর মুগদার মানিকনগরে বৈদ্যুতিক গোলযোগে সিলিংফ্যানে আগুন লেগে একই পরিবারে পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে মানিকনগরের কুমিল্লা পট্টির ২৮ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতরা হলেন, শেখর আলী (৫০), ছেলে আলামিন (১৯), মেয়ে তানজিনা আক্তার (২০), ছেলে মুরাদ হোসেন (১২) এবং নাতি রনি (১৩)।

--------------------------------------------------------
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা কেন বাতিল হবে না জানতে চেয়ে রুল
--------------------------------------------------------

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, আহতরা সবার শরীরেই ২০-২৫ শতাংশ দগ্ধ হয়েছেন।

আহতের স্বজনরা জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বাসার সিলিংফ্যানে আগুন লাগে। তখন বাসার সবাই ঘুমিয়েছিল। এর পর ফ্যানটি ছিঁড়ে তাদের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তারা দগ্ধ হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রাতে দগ্ধ ওই পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

আরও পড়ুন:

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বড় নিয়োগ
মুগদায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
X
Fresh