• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুন্দরবনে তৃতীয়বারের মতো বাঘ গণনা শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১২

সুন্দরবনে আজ(মঙ্গলবার) থেকে তৃতীয়বারের মতো ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ গণনা শুরু হয়েছে।

২৩৯টি পয়েন্টে ৪৭৮টি ক্যামেরা বসানো হয়েছে। ক্যামেরার সামনে রাখা হবে খাবার। পরে ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ণয় করা হবে।

২০১৩ সালে সুন্দরবনের ২৬ শতাংশ এলাকায় বাঘ গণনা করা হয়। ওই সময় বাঘের উপস্থিতি বেশি এমন এলাকাগুলো বেছে নেয়া হয়।

২০১৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ১৫ মার্চ পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।

এবার খুলনা ও শরণখোলা রেঞ্জের ৪৭৮ বর্গকিলোমিটার এলাকায় ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘের সংখ্যা নির্ণয় করা হবে। এরপর তিনটি রেঞ্জের ফলাফল এক সঙ্গে আগামী বছরের প্রথম দিকে প্রকাশ করা হবে।

খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের বন কর্মকর্তা মো. মদিনুল আহসান জানান, এবার বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানে একসঙ্গে বাঘ গণনা শুরু হচ্ছে। একসঙ্গেই রিপোর্ট প্রকাশিত হবে।

২০১০ সালে পরিচালিত এক জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি বলে উল্লেখ করা হয়। বন বিভাগ এবং ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ যৌথভাবে ওই জরিপ চালায়।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু
সুইডেনের রাজকন্যাকে বরণে প্রস্তুত খুলনা
কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্ত
X
Fresh