• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে যুক্তরাজ্য

কক্সবাজার প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২০

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাজ্য। বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বরিস জনসন আরও বলেন, রোহিঙ্গারা যাতে নিরাপদে ও সম্মানের সঙ্গে তাদের দেশে ফিরে যেতে পারেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে যুক্তরাজ্যের সরকার।

এদিন দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে উখিয়ার কুতুপালংয়ে ইউএনএইচসিআর’র ট্রানজিট সেন্টারে পৌঁছান তিনি। এসময় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি।

এরপর বালুখালী ক্যাম্পে যান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে ইএনএফপিএ পরিচালিত শিশুবান্ধব কেন্দ্রের শিশুদের সঙ্গে কিছুক্ষণ কাটান এবং তাদের সঙ্গে কথা বলেন।

সেখানে কর্মরত ইউএনএইচসিআর ও আইওএমসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান জনসন। বিকেলেই উখিয়া থেকে কক্সবাজার পৌঁছে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় বরিস জনসনের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত হাইকমিশনার অ্যালিসন ব্লেক এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
X
Fresh