• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেলায় মেহেদী শামীমের তল্পিতল্পার গল্প

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৯

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মেহেদী শামীমের 'তল্পিতল্পার গল্প’। বইটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশনী। ছোট গল্পের এই বইটির প্রচ্ছদ করেছেন নাজমুল শামীম। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা। বইটি লিটল ম্যাগ প্রাঙ্গনের ৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

মেহেদী শামীম শৈশব থেকেই লেখালিখির চর্চা শুরু করেন। ২০১৪ সালে তার প্রথম কবিতার বই ‘বোধের ব্রেকিং নিউজ’ ত্রয়ী প্রকাশনী থেকে প্রকাশিত হয়। ২০১৫ সালে তাঁর সম্পাদিত রাজনৈতিক উপন্যাস চলচ্চিত্রের নাম বাংলাদেশে প্রকাশিত হয় ত্রয়ী প্রকাশনী থেকেই। তল্পিতল্পার গল্প, তার তৃতীয় গ্রন্থ।

বইটি নিয়ে জানতে চাইলে মেহেদী শামীম আরটিভি অনলাইনকে বলেন, ‘কখনো ভালো থাকার নেশায় বুঁদ হওয়া একটা মানুষের গল্প লেখা হয়েছে বইটিতে। আবার কখনো গল্পের মানুষগুলোর মধ্যে টানাপোড়েন চলেছে ক্ষমতায় থাকার অথবা সুখে থাকা নিয়ে। কোন কোন গল্প অমিমাংসিত, তবে পাঠকের কাছে থাকবে অনেক অপশন; তারা তাদের মতো করে নির্মাণ করতে পারবে পরিণয়।’

তিনি আরো বলেন, ‘কিছু ভাঙাচোরা মানুষের মানবিক দ্বন্দ্ব, সমাজ থেকে বেড়িয়ে আশার চেষ্টা অথবা সমাজের রীতিগুলোকে শক্ত-পোক্ত করার আন্দোলন ও তার মিছিলের শ্লোগানগুলোই গল্পের বাক্য হয়ে উঠেছে। গল্পের চরিত্রগুলো কখনো বৃত্তের ভেতরে আবার কখনো বৃত্তের বাইরে গিয়ে আওয়াজ তুলেছে।’

মেহেদী শামীম পেশায় একজন গণমাধ্যমকর্মী।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি
বইমেলায় যারা পেলেন গুণীজন স্মৃতি পুরস্কার
বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি
শেষ সময়ে প্রাণবন্ত বইমেলা
X
Fresh