• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শুক্রবার ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১৬

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দু’দিনের সফরে ঢাকায় আসছেন আজ (৯ ফেব্রুয়ারি) শুক্রবার। রোহিঙ্গা ইস্যুসহ দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাই তার এই সফরের লক্ষ্য।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বরিস জনসন রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার সফর করবেন। তারপর তিনি মিয়ানমার সফরে যাবেন বলে ঢাকায় কূটনৈতিক সূত্রে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে দু’শকেরও বেশি সময় ধরে চমৎকার কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন। এটি তার একটি দ্বিপাক্ষিক সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে রোহিঙ্গা ইস্যু এবং যুক্তরাজ্য সরকার কর্তৃক বাংলাদেশের কার্গোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া তার সফরে ব্রেক্সিট ও ভিসা সংশ্লিষ্ট বিষয়াদিও গুরুত্ব পাবে।

উল্লেখ্য, সম্প্রতি রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে প্রস্তাব উত্থাপন করেছিল।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
কোকা-কোলায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা 
X
Fresh