• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন খালেদা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৯

সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ (সোমবার) সন্ধ্যায় মাজার দুটি জিয়ারত করেন তিনি।

এসময় বিএনপি চেয়ারপারসন মাজার দুটিতে নারীদের জন্য নির্ধারিত প্রার্থনা কক্ষে কিছুক্ষণ অবস্থান করেন।

ঢাকা থেকে সকালে রওয়ানা করে বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট সার্কিট হাউসে পৌঁছান তিনি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর চলে যান হজরত শাহ জালালের (র.) মাজারে। সেখানে আধা ঘণ্টা আবস্থান করেন তিনি। সেখান থেকে যান শাহ পরানের (র.) মাজার।

শাহজালাল (রহ.)-এর মাজারে এসময় খালেদা জিয়ার সঙ্গে দলের নারী কর্মীরা উপস্থিত ছিলেন। মুফতি নেহাল উদ্দিন মিলাদ পড়ান। মাজারের খাদেম কবির এ সময় মোনাজাত পড়ান।

এ সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা।

খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় দেবেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। এ রায়ের আগে বাংলাদেশের দুই আদি মুসলিম দরবেশের মাজার জিয়ারতে গেছেন তিনি।

এই সফরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানায়। খালেদাও গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সিলেটে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
কোম্পানীগঞ্জে রাস্তার পাশে পড়েছিল এক ব্যক্তির মরদেহ 
X
Fresh