• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

‘পদত্যাগ না করলে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করতে হবে’

অনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৩

ব্যর্থতা, দুর্নীতি ও অনিয়ম স্বীকার করে শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানালেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

আজ (সোমবার) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির প্রভাবশালী নেতা বলেন, প্রশ্নপত্র ফাঁস মহামারি আকারে রূপ নিয়েছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করে নতুন মন্ত্রী নিয়োগ দিতে হবে। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান তিনি।

বাবলু বলেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল- প্রশ্নপত্র ফাঁসকারীকে ধরিয়ে দিতে পারলে তাকে ৫ লাখ টাকা পুরস্কৃত করা হবে। অথচ আজও ইংরেজি প্রশ্ন ফাঁস হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। বিভিন্ন সাইটে প্রশ্নপত্র বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই খালেদার সিলেট সফর : সেতুমন্ত্রী
--------------------------------------------------------

তিনি বলেন, এই কয়েক বছরে আমাদের অনেক অর্জন হয়েছে। আমরা সত্যিকার শিক্ষা চাই। প্রধানমন্ত্রী চান জ্ঞানভিত্তিক সমাজ। কিন্তু আগামী প্রজন্মকে যদি সত্যিকার শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে তো কিছুই শিখবে না। এই শিক্ষা অর্থহীন হবে।

এসময় তিনি বলেন, কয়েক দিন আগে শিক্ষামন্ত্রী শিক্ষা অধিদপ্তরের এক অনুষ্ঠানে বলেছেন- আপনারা ঘুষ খান সহনীয় পর্যায়ে। তিনি আরও বলেছেন আমিও ঘুষ খাই, অন্য মন্ত্রীরাও ঘুষ খান। এটা বলার পরে উনি মন্ত্রী হিসেবে থাকতে পারেন? যে মন্ত্রী সহনীয় পর্যায়ে ঘুষ খেতে বলেন, তিনি প্রশ্নপত্র ফাঁস ঠেকাবেন কিভাবে। উনার উচিত ছিল সেদিনই পদত্যাগ করা। প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন তিনি।

এসময় তার বক্তব্যের শেষে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, নিশ্চয়ই প্রধানমন্ত্রী বিষয়টি শুনেছেন, তিনি তার বিবেচনায় জাতির স্বার্থে যতটুকু করা প্রয়োজন, অবশ্যই তিনি করবেন।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গি কার্যক্রম খতিয়ে দেখা হবে : শিক্ষামন্ত্রী
ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি: শিক্ষামন্ত্রী
শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
মঙ্গলবার স্কুল খোলা বা বন্ধ থাকা প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
X
Fresh