• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আজ সিলেট যাচ্ছেন খালেদা জিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৭

সিলেটে মাজার জিয়ারতে আসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

জানা যায়, সোমবার রাজধানীর গুলশান কার্যালয় থেকে তিনি সড়ক পথে সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন। বিকেল ৩টায় হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন তিনি। রাতে সিলেট সার্কিট হাউসে রাতযাপন করবেন। মঙ্গলবার ভোরে তিনি সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

এদিকে খালেদা জিয়ার সিলেট সফরকে ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। গতকাল রোববার খালেদা জিয়া সিলেট সফর নিয়ে দুপুরে সিলেটে এক সাংবাদিক সম্মেলনে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়াকে স্বাগত জানাতে সিলেট জেলার প্রবেশপথ শেরপুর থেকে সড়কের দুই পাশে জড়ো হবেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে সিলেট শহরে পৌঁছতে প্রায় ৫০ কিলোমিটার সড়কের দুই পাশেই থাকবেন দলটির নেতাকর্মীরা। তারা বেগম জিয়াকে হাত নেড়ে স্বাগত জানাবেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সিলেটে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
কোম্পানীগঞ্জে রাস্তার পাশে পড়েছিল এক ব্যক্তির মরদেহ 
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
X
Fresh