• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করণীয় ঠিক করতে বিএনপির স্থায়ী ক‌মি‌টির বৈঠক চলছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৮

বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়া দ‌লের স্থায়ী ক‌মি‌টির সদস্য‌দের সঙ্গে নিয়ে বৈঠ‌ক শুরু করেছেন। বৈঠকে নির্বাহী কমিটির বৈঠক এবং আগামীকাল বেগম জিয়ার সিলেটে যাওয়ার প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে জানা গেছে।

রোববার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারস‌নের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের ব্যাপারে বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী আগেই জানিয়েছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, আগামীকাল (সোমবার)খা‌লেদা জিয়া সি‌লেটে মাজার জিয়ারত কর‌তে যা‌বেন। তাই খা‌লেদা জিয়ার সফর এবং দ‌লের জাতীয় নির্বাহী ক‌মি‌টির সভায় ওঠে আসা প্রস্তাব, পরামর্শ ও দিক নি‌র্দেশনা নি‌য়ে পর্যা‌লোচনা সা‌পে‌ক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হ‌তে পা‌রে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
X
Fresh