• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

দেশে নতুন ভোটার ৪৩ লাখের বেশি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৮, ২২:০৩

বুধবার (৩১ জানুয়ারি) প্রকাশ হচ্ছে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা। এবার চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হচ্ছে ৪৩ লাখ ২০ হাজার ৫১৯ নতুন ভোটার। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।

এবার খসড়া ভোটার তালিকায় ছিল ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ ভোটার। চূড়ান্ত তালিকায় এর সঙ্গে যুক্ত হয়েছে ২৫ হাজার ৬৩০ জন। ফলে নতুন চূড়ান্ত ভোটার ৪৩ লাখ ২০ হাজার ৫১৯ জন। সব মিলিয়ে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৩১৩ জন। তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেয়া হয়েছে।

সূত্র জানায়, আগামীকাল বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। দেশের সব জেলা, উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদসহ গুরুত্বপূর্ণস্থানে চূড়ান্ত ভোটার তালিকা পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

আরও

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করতে ঢাকায় আইসিসির পর্যবেক্ষক দল 
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
X
Fresh