• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের আশা তথ্যমন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৮, ১৮:৩৩

আগামীতে সব পত্রিকা ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করবে বলে আশা জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আশা জানান তিনি।

ইলেক্ট্রনিক গণমাধ্যমকে ওয়েজ বোর্ড রোয়েদাদের আওতায় আনতে সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ২০১৬ সালে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু সেই কমিটি কোনো প্রস্তাব করেনি। তবে আমরা হাল ছাড়িনি।

এই বিষয়ে তিনি আরও বলেন, ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ করা হবে বলে নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে আমরা শুধু সাংবাদিক সহায়তা নীতি প্রণয়ন করেই ক্ষান্ত হইনি, আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করেছি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

তিনি আরও বলেন, বেসরকারি টেলিভিশন, রেডিও ও অনলাইন গণমাধ্যমের সুষ্ঠু বিকাশের লক্ষ্যে জাতীয় সম্প্রচার নীতিমালা, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করেছি এবং জাতীয় সম্প্রচার আইন প্রণয়নের কাজ চলছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, ভারপ্রাপ্ত তথ্য সচিব মো. নাসির উদ্দিন আহমেদ ও প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পমন্ত্রীকে বিদায় করার আহ্বান ইনুর
শেষ হাসি হাসলেন তারানা হালিম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির যত ভুল তথ্য
বিএনপি এখন হতাশায় নিমজ্জিত : তথ্যমন্ত্রী
X
Fresh