• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘৫৭ ধারা বিলুপ্ত হলেও মামলা চলবে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০১৮, ২১:২১

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের (আইসিটি) বিতর্কিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বিলুপ্তির বিধান রেখে ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে নতুন আইন পাস হলেও আগে ৫৭ ধারায় দায়ের হওয়া মামলার তদন্ত চলবে।

বললেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সদর দফতরে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক প্রকাশিত ‘মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা’ এবং ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘আগের আইনে দায়ের হওয়া মামলা বাতিল হবার নিয়ম নেই। মামলা হয়েছে। তদন্তও চলছে। তদন্ত চলবে আগের আইনেই (৫৭ ধারায়)।

তিনি বলেন, ‘আগেই জানানো হয়েছিল, ৫৭ ধারায় মামলা করতে হলে পুলিশ সদর দফতরের অনুমতি লাগবে। কিছু মামলা অনুমতি ছাড়াই হয়েছে। তবে সেসব মামলার প্রয়োজনীয়তা ও গুরুত্ব ছিল। সেসব পুলিশ খতিয়ে দেখছে।’

আইজিপি বলেন, ‘নতুন আইনের খসড়া না দেখে মন্তব্য করা ঠিক হবে না। তবে খুব বেশি পার্থক্য হবে বলে মনে হয় না। সাজার ক্ষেত্রে হয়ত কমতে পারে।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh