• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনাকে আরেকবার দেখতে চান অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জানুয়ারি ২০১৮, ১৯:০০

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকারে আরেকবার দেখতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে নরওয়ের নরফান্ডের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন।

বৈঠকে অর্থমন্ত্রী বলেন- গত ১০ বছরে দেশের অর্থনীতি অনেক এগিয়েছে। গ্রোথ ৬ দশমিক ৬ থেকে ৭- এ রয়েছে। শেষ দুই বছরে ৭ এর উপরে রয়েছে। পার ক্যাপিটা বেড়েছে। কৃষি খাতে বেশ অগ্রগতি এসেছে। বিদ্যুৎ, অবকাঠামো খাত, শিক্ষা ও স্বাস্থ্য খাত অগ্রাধিকার দিচ্ছি।

তিনি বলেন, উন্নয়নে বেসরকারি খাতের (পিপিপি) অংশগ্রহণ বেড়েছে। আমরা এলডিসি থেকে ডেভেলপমেন্ট দেশে উঠে আসছি। দেশের জনগণকে বলবো- এসডিজি অর্জনে শেখ হাসিনা সরকারকে আরেকবার সুযোগ দিন।

নরওয়ের ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত। বিদেশি বিনিয়োগের জন্য সরকারের পলিসি খুবই সহজ। ব্যবসাবান্ধব পরিবেশ ধরে রাখতে সরকার কাজ করছে। ইতোমধ্যে যারা বিদেশি বিনিয়োগ করেছেন, তারা সন্তুষ্ট।

ব্যাংকিং খাত নিয়ে মুহিত বলেন, বাংলাদেশের ব্যাংক খাত ভালো করছে। যদিও অনেক ব্যাংক রয়েছে। ৪৮টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। ব্যাংকিং খাতে ঋণ খেলাপি একটা সমস্যা, এটা কমানোর চেষ্টা চলছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
X
Fresh