• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি ৮০ ভাগ ভোট পাবে: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৮, ২১:৫৭

নির্বাচন এখন দেওয়া হলে বিএনপি শতকরা ৮০ ভাগ ভোট পাবে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করেন। এই মিথ্যাচার তারা এজন্যই করেন যে, তারা শুধু জিয়াউর রহমানকে ভয়ই পান না, তারা মনে করেন—জিয়াউর রহমানের আদর্শ আর দর্শন সারাদেশের মানুষের কাছে যদি চলে যায়, তাহলে তাদের অস্তিত্ব থাকবে না।’

১৯৭৫ সালের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপি মহাসচিব তার বক্তব্যে বলেন, ‘আমরা দেখেছি, এই আওয়ামী লীগ ছিলো না, তখন বাকশাল ছিল। তাদের দলের কোনও অস্তিত্ব ছিল না। সেই দলকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে ফিরিয়ে এনেছিলেন।’

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে আমাদের মনে রাখতে হবে, আমরা সেই নেতার অনুসারী, যে নেতা আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে নির্মাণ করার জন্য কাজ করেছেন। শুধু তাই নয়, তিনি রাজনৈতিক নেতাদের সম্মান দিতেন। বিরোধী দলের নেতারা যেন সংসদে আসতে পারেন,তিনি সেই ব্যবস্থাও করেছিলেন।’

জিয়াউর রহমানের প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, ‘তিনি খাল খনন করেছেন। কৃষকদের ঘরে ঘরে গেছেন। নতুন ধানের উদ্ভাবন করে চায়না থেকে দেশে নিয়ে এসেছেন। এর মাধ্যমে বাংলাদেশে কৃষি উৎপাদনে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। যা এখনও সবুজ বিপ্লব নামে পরিচিত আছে।’ গার্মেন্টস,রেমিটেন্স এবং নারী কর্মসংস্থানের উন্নয়নেও জিয়ার রহমান ভূমিকা রেখেছিলেন বলেও তিনি জানান।

বর্তমান সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়েছিলেন, যে দল গঠন করে দিয়ে গিয়েছেন, সেই দল আজও এদেশের মানুষের মনের মাঝে রয়েছে। তাই একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন। শতকরা আশি ভাগ মানুষ এই বিএনপিকে ভোট দেবে। এর একটি কারণ হলো, জিয়াউর রহমান যে রাজনৈতিক দর্শন দিয়ে গেছেন,সেই দর্শন খালেদা জিয়া বহন করে চলেছেন।’

খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবন সায়াহ্নে এসে এখনও তিনি আদালতের কাঠগড়ায় বসে থাকছেন। আজকে আমি ঘৃণা ও ধিক্কার জানাতে চাই, যারা এই মহান নেতাকে (জিয়াউর রহমান) ক্ষুদ্র করতে চায়, ছোট করতে চায়। ঘৃণা ও ধিক্কার জানাতে চাই, যারা আজ দেশনেত্রী খালেদা জিয়াকে মামলায় জড়িয়ে কষ্ট দিচ্ছে।’

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে : মির্জা ফখরুল
আ.লীগ এখন সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ফখরুলের
X
Fresh