• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইসি সরকারের আজ্ঞাবহ নয় : সিইসি

খুলনা প্রতিনিধি

  ১৪ জানুয়ারি ২০১৮, ১৮:৫২

নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ নয়। তাই কমিশনের উপরে কোনো চাপ নেই। সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের কমকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিবার বিকেলে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকল দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে সে অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: বিএনপির প্রস্তাব ষড়যন্ত্রমূলক: ইনু
--------------------------------------------------------

নির্বাচনে সেনা মোতায়েনের দাবির বিষয়ে তিনি বলেন, নির্বাচনের এখনো অনেক দেরি, সেটা সময় বুঝে ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনে সেনা মোতায়েনের দাবির বিষয়ে তিনি বলেন, নির্বাচনের এখনো অনেক দেরি, সেটা সময় বুঝে ব্যবস্থা নেয়া হবে।

পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নগরীর বয়রাস্থ জেলা নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম-সচিব মোস্তফা ফারুক।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
X
Fresh