• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কারওয়ান বাজারে বিদ্যুতের খুঁটিতে আগুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০১৮, ১৮:৪৩

রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ট্রেড সেন্টারের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার কিছু পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, স্থানীয়দের প্রচেষ্টায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ বিদ্যুতের খুঁটিতে জোরে শব্দ হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো খুঁটিতে ছড়িয়ে পড়ে। খুঁটির পাশে লাগোয়া ঢাকা ট্রেড সেন্টারের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। আতঙ্কে আশপাশের মানুষ ছোটাছুটি করতে থাকে। পরে পানির পাইপ ও অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফুটপাতের চা বিক্রেতা আনোয়ার বলেন, হঠাৎ জোরে শব্দ হয়েছিল। পরে দেখি খুঁটিতে আগুন ধরে গেছে। আশপাশে ধোয়ায় ভরে গেছে। পাশের বিল্ডিং হতে পানির পাইপ ও অগ্নি নির্বাপণ যন্ত্র এনে আগুন নিভাই। খুঁটিটা ব্লিডিংয়ের প্রায় পাশাপাশি লাগানো আরেকটু দেরি হলে ভবনেও আগুন ধরে যেত।

আরও পড়ুন-

মূলত শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছেন প্রত্যক্ষদর্শীরা।

ভবনের পাশে এমন লাগোয়া খুঁটি খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন অনেকে।

ব্লিডিং এর নিরাপত্তাকর্মীরা জানান, বিদ্যুতের খুটির আগুন আজ পুরো ভবনে ধরে যেত যদি আমরা তা লক্ষ্য না করতাম।

আরও পড়ুন-

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শূন্যপদে পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎসচিব
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
X
Fresh