• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের ফেরাতে চাপ দেবে ওআইসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জানুয়ারি ২০১৮, ২৩:৩২

রাখাইনে সেনা অভিযানে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারকে চাপ দেয়া হবে। এমনটাই জানালেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশানের (ওআইসি) মানবাধিকার সংস্থার প্রতিনিধি রশিদ আল বালুসি।

বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে ওআইসির মানবাধিকার সংস্থার (আইপিএইচআরসি) এই প্রতিনিধি এ কথা জানিয়েছেন।

বালুসি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে ও নাগরিক অধিকার নিশ্চিত করতে চাপ দেবে ওআইসি। এরই মধ্যে বিশ্বের একাধিক ফোরামে রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরেছে ওআইসি। রোহিঙ্গা প্রত্যাবাসনে শেষ পর্যন্ত বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।

এসময় ঢাকার ভূমিকা নিয়ে বালুসি বলেন, পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দিনে বাংলাদেশ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা খুবই প্রশংসনীয়।

প্রতিনিধি দলটি পরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করে। ওই দলটির আগামীকাল কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করতে বালুসির নেতৃত্বে আইপিএইচআরসির ১২ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে।

অন্যদিকে চলতি বছর ঢাকায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছে আইপিএইচআরসি।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী
নাইক্ষ্যংছড়ি দিয়ে রাতে বাংলাদেশে ঢুকল বিজিপির ৫০ সদস্য
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
ফের মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে বিজিপির ৯ সদস্য
X
Fresh