• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চলছে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের লাগাতার অবস্থান ধর্মঘট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৮, ১৭:৪৩

মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন পাওয়া ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণের দাবিতে চলছে ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন তারা।

এসময় সংগঠনের সভাপতি কাজী রুহুল আমিন বলেন, ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা বেতন-ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। অনেকবার বিভিন্নভাবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করে সুপারিশ করা হলেও দাবি মানা হয়নি।

তিনি বলেন, ১৯৯৪ সালে বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি স্কুল জাতীয়করণ করা হয়। কিন্তু ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করা হয়নি।