• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি এই মাসেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৮, ১৫:৩৯

৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি এই মাসেই প্রকাশ করা হবে। এছাড়া আগামী সপ্তাহে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি ফলাফল তৈরির কাজ শুরু এবং ফেব্রুয়ারিতে তা প্রকাশ করা হতে পারে।

মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের(বিপিএসসি) একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্র আরো জানিয়েছে, ৩৯তম হবে চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস। এতে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে। এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে আইনের কিছু সংশোধন করতে হবে। তাই তার প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানান, ৩৯তম বিসিএসের বিষয়টি সচিব কমিটিতে গেছে। সেখান থেকে হয়তো দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজ আমাদের কাছে আসবে। সেটি হলেই আমরা এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।