• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

২১ উপজেলায় বসছে ৫ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৮, ১৫:৩৩

বিদ্যুতের উন্নত গ্রাহক সেবা প্রদান ও নন-টেকনিক্যাল লোকসান কমিয়ে আনতে পাঁচ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার বসানো হচ্ছে। এতে ব্যয় হবে ৪২৬ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে সরকার থেকে দেয়া হবে ৪১২ কোটি ৫৪ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে ১৩ কোটি ৮৩ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সভায় মোট ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলোতে মোট ব্যয় হবে ৫ হাজার ২২০ কোটি ৮৩ লাখ টাকা।

ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২১টি জেলার ২১ উপজেলায় এসব মিটার বসানো হবে।

বিদ্যুৎ বিভাগের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এসব মিটার স্থাপন করবে। চলতি বছরেই প্রকল্পটি বাস্তবায়ন হবে।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৫ হাজার ২২০ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় করা হবে ৪ হাজার ৭৪৪ কোটি ১২ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ১৩ কোটি ৮৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪৬২ কোটি ৮৮ লাখ টাকা।

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ

এসআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুপুরের মধ্যেই যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বর্ষবরণে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে বাইসাইকেল শোভাযাত্রা
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, ৪ অঞ্চলে সতর্ক সংকেত
রাতেই যেসব জায়গায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
X
Fresh