• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের জায়গা দিতে ৩৯৬ কোটি টাকার গাছ কাটা হয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ডিসেম্বর ২০১৭, ২২:০৭

রোহিঙ্গাদের শিবির তৈরির জায়গা দিতে এ পর্যন্ত ৩৯৬ কোটি টাকার গাছ কাটা হয়েছে। তবে পরিবেশ ও বনের অন্যান্য ক্ষতি ধরে প্রায় হাজার কোটি টাকার ক্ষতি হয়। বললেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য নবী নেওয়াজ ও ইয়াছিন চৌধুরী।

তিনি বলেন, আসলে কত কোটি টাকার বনাঞ্চলের ক্ষতি হয়েছে, আর এই বন পুনরুদ্ধারে কত কোটি টাকার গাছ লাগাতে হবে সেসব বিষয় নিরূপণ করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বন বিভাগকে বলা হয়েছে।

তিনি বলেন, ২০১৫ সালের সমীক্ষা অনুযায়ী, আমাদের অঞ্চলে ১০৬টি বা ১১০টি বাঘ রয়েছে। আর সাম্প্রতিক আরেকটি সমীক্ষা হয়েছে, সেই সমীক্ষায় দেখা গেছে, বাঘ আছে ১২১টি। আসলে বাঘের সংখ্যা কত? সঠিক তথ্য বন বিভাগে নেই।

বাংলাদেশে বাঘের সংখ্যা নিয়ে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর গণমাধ্যমে দেয়া বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী এর আগে গণমাধ্যমে বলেছেন, কিছু বাঘ ভারতে বেড়াতে গিয়েছিল, আবার ফিরে আসায় সংখ্যা বাড়ছে। বাঘ কেনই বা বেড়াতে গেল, আর কেনই বা ফেরত এলো- এসব বিষয় জানতে চাওয়া হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সোমালিয়ার জলদস্যুদের চেয়েও ভয়ংকর বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
রোববার ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী
‘মিয়ানমারে ফেরত যাবে ১৮০ সেনা, ফিরবে ১৭০ বাংলাদেশি’
X
Fresh