• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রেন রক্ষাকারী দুই শিশুর দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৯

রেললাইনের ত্রুটি দেখে লাল মাফলার দেখিয়ে তেলবাহী ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে দুই শিশু। সংবাদটি গণমাধ্যমে দেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওই ২ শিশুর দায়িত্ব নিয়েছেন। তাদের দুইজনকে প্রতি মাসে ১ হাজার টাকা করে নিজের অর্থায়নে বৃত্তি দেবেন। এছাড়া ২ শিশু এসএসসি পাসের পর পুনরায় আলাদাভাবে ব্যবস্থা গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোমবার বিকেলে গণমাধ্যমকে ওই দুই শিশুর দায়িত্ব নেয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর বাঘা উপজেলা আড়ানী রেলস্টেশনের ৪০০ মিটার পূর্বদিকে ঝিনা রেলগেটে লাইন ভাঙা দেখে ২ শিশু উপস্থিত বুদ্ধির জোরে গলায় পেঁচানো লাল মাফলার তুলে ধরে। এটা দেখে চালক ট্রেনটিকে থামিয়ে দেয়।

আড়ানী স্টেশনে কর্মরত মাস্টার নয়ন আহম্মেদ জানান, তেলবাহী ট্রেনচালক কেএম মহিউদ্দিন দুই শিশুর মাফলার দিয়ে সিগন্যাল লক্ষ্য করেন। এরপর তিনি ট্রেন থামিয়ে দেন। এই কারণে দুই ঘণ্টা রাজশাহীর সব ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রাজশাহী রেলওয়ের কর্মকর্তাদের জানানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামত করলে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।