• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চুক্তি জটিলতার কারণে বুদ্ধিজীবী হত্যার বিচার দেরি হচ্ছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:২৯

বঙ্গবন্ধু ও বুদ্ধিজীবী হত্যায় জড়িত বি‌দে‌শে পলাতক আসামিদের দেশে ফি‌রি‌য়ে আনতে কিছু স্মারক, চুক্তি জটিলতা রয়েছে। ফলে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে সমস্যা হচ্ছে। তবে আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজার আমবাগান সড়কের নির্মাণ কাজের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের চুক্তি আছে। কিন্তু দেশগুলোর নিজস্ব আইনের কারণে চাইলেও বাংলাদেশে অপরাধ করা আসামিদের ফিরিয়ে দিতে পারছে না। বঙ্গবন্ধুহত্যাসহ বুদ্ধিজীবী হত্যায় জড়িত বিদেশে পলাতক এমন কয়েকজন আসামির অবস্থান জানা গেছে।

তিনি আরো বলেন, তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু স্মারক ও কিছু চুক্তি জটিলতার কারণে সমস্যা হচ্ছে। তবে আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী বর্তমানে কানাডায় রয়েছেন। আরেক খুনি রয়েছে যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন যাবত এই খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে সরকার।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh