• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চলতি বছর দেশে চাল উৎপাদন কমবে

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৭

চলতি বছর দেশে চাল উৎপাদন কমবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান খাদ্য ও কৃষি সংস্থা (এফএও বা ফাও)।

সংস্থাটি মনে করছে, এক বছরে তিন দফা প্রবল বন্যার কারণে বাংলাদেশের বেশকিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে দুইটি প্রধান ফসল বোরো ও আমনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।

ফাও এর পূর্বাভাসে বলা হয়, ২০১৭ সালে বাংলাদেশে চাল উৎপাদন হবে ৫০ দশমিক ৮ মিলিয়ন টন; যা ২০১৬ সালের তুলনায় ৩ শতাংশ কম। আর এমনটি হলে তা হবে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।

জাতিসংঘের অঙ্গ সংস্থাটির তথ্য অনুযায়ী, এ দুই মৌসুমে দেশের মোট খাদ্যশস্যের ৯০ শতাংশের বেশি চাহিদা পূরণ হয়।

তবে তিন দফা বন্যার পরও ২০১৭ সালে বাংলাদেশে গম উৎপাদনে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যেখানে বলা হয়েছে, চলতি বছর বাংলাদেশে ১ দশমিক ৪ মিলিয়ন টন গম উৎপাদন হবে। গেলো বছরও একই পরিমাণ গম উৎপাদিত হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়।

আন্তর্জাতিক সংস্থাটি বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন নিয়ে সম্প্রতি এ পূর্বাভাসের কথা জানায়।

প্রতিবেদনে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন নিয়ে ইতিবাচক আভাস দেয়া হয়েছে। এতে বলা হয়, ২০১৭ সালে পুরো বিশ্বে খাদ্যশস্য উৎপাদন আগের বছরের তুলনায় দশমিক ৬ শতাংশ বাড়বে।

ফাও এর তথ্য অনুযায়ী, চলতি বছর এশিয়ায় খাদ্যশস্য উৎপাদন বাড়বে। এর পরিমাণ হবে ২০১৬ সালের চেয়ে দশমিক ৪ শতাংশ বেশি।

এসআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
২৭ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাস
X
Fresh