• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে যাত্রীবাহী বাসে আগুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৬

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। বুধবার সকালে রাজারবাগ লুপে অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘণ্টব্যাপী চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, মৌচাক ফ্লাইওভারে দুপুর সাড়ে ১২ টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে বাসে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তবে এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

রমনা থানার এসআই বিজয় প্রসাদ রায় বলেন, বাসটি মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভারের ঢাল দিয়ে নামছিল। হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে বাসটিতে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বাসের নাম জানা যায়নি।

বাসে থাকা যাত্রীরা জানায়, বাসটি নামার সময় কালো ধোয়া উঠতে থাকে। এসময় বাস থামিয়ে চালক সকলকে নামতে বলেন। পরে মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়।

এদিকে ফ্লাইওভারে আগুন লাগার ঘটনায় মগবাজার-মৌচাক এলাকায় দীর্ঘ জ্যাম সৃষ্টি হয়েছে।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
ফ্লাইওভার থেকে ৫০ যাত্রী নিয়ে পড়ে গেল বাস, নিহত ৫ 
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
X
Fresh