• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং চালু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ডিসেম্বর ২০১৭, ১৩:০২

দেশের মোবাইল ব্যাংকিং প্রসারে এবার এগিয়ে এসেছে সরকারের ডাক বিভাগ।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডাক টাকা নামের মোবাইল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেছেন।

সোমবার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এই ডাক টাকার উদ্বোধন হয়।

এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ডাক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বনিম্ন দুই টাকা স্থিতি রেখে এই মোবাইল ব্যাংকিং সেবা পরিচালনা করা যাবে।

ডাক টাকার উদ্বোধন শেষে সজীব ওয়াজেদ জয় বলেন, দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জীবনমান উন্নয়নে দেশের প্রতিটি ডাক ঘরে ব্যাংকিং সিস্টেম চালু করা হলো।

এই ডাক টাকা ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজ, দ্রুত ও বৈধ পথে টাকা সংগ্রহ এবং লেনদেন করতে পারবেন।

অনুষ্ঠানে তারানা হালিম বলেন, পোস্ট অফিসের মাধ্যমে দেশের মানুষকে ব্যাংকিং সুবিধার আওতায় আনতে ডাক টাকা চালু করা হয়েছে। ২০২১ সালের মধ্যে ডাক বিভাগ সম্পূর্ণ ডিজিটাল হবে।

এমসি/এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ
বেঙ্গল মোবাইলের নতুন চমক
মোবাইলে প্রতিদিন ৪ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন
খরচ বেড়েছে মোবাইল ইন্টারনেটের
X
Fresh