• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্মার্ট কার্ড বিতরণের সময় আরও এক বছর বাড়ছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৫

ভোটারের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার সময় আরও এক বছর বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার।বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্স একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পটির মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে। বিশ্বব্যাংক এর মেয়াদ বাড়াতে রাজি নয়। কিন্তু সরকারি অর্থায়নে এক বছর সময় বাড়ানো হচ্ছে।

এ বিষয়ে প্রকল্পটির পরিচালক ও এনআইডির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে চলতি মাসেই চুক্তি শেষ হচ্ছে। এরইমধ্যে সরকার এক বছর মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। আর সরকারের অর্থায়নের আশ্বাস পেয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছে ইসি। এরই অংশ হিসেবে স্মার্ট কার্ড উৎপাদন ও বিতরণের ওপর জোর দিয়েছে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগ। বর্তমানে ৩৭টি জেলায় স্মার্ট কার্ড বিতরণ চলছে।

এর আগে বিশ্বব্যাংকের সঙ্গে ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড দেওয়ার চুক্তি ছিল। যা ফ্রান্সের অবারর্থু টেকনোলজির ব্যর্থতায় দিতে পারেনি ইসি। ফরাসি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের পর নিজস্ব ব্যবস্থাপনায় স্মার্ট কার্ড উৎপাদন চলছে।

এনআইডির ডিজি জানান, প্রকল্পের মেয়াদ বাড়ানোয় সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে না। বরং বিভিন্নভাবে এ প্রকল্পে ৪০১ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সরকার প্রকল্পটিকে টিকিয়ে রাখতে টাকা খরচ ও মেয়াদ বৃদ্ধির সম্মতি দেওয়ায় অনেক জটিলতার অবসান হতে যাচ্ছে।

২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ১০ কোটি ৬০ লাখ ভোটার স্মার্ট কার্ড পাবেন বলে জানান তিনি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
এক স্মার্ট কার্ডে অনেক সেবা 
বাংলাদেশের উন্নয়নের গল্প অনেক দেশের জন্য অনুপ্রেরণা : বিশ্বব্যাংকের এমডি
‘প্রকল্পগুলো বাস্তবায়িত হলেই নতুন তহবিল পাবে বাংলাদেশ’
X
Fresh