• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আনিসুল হকের সম্মানে

এক ঘণ্টা বেশি কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ডিসেম্বর ২০১৭, ১৬:২১

সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা আজ রোববার এক ঘন্টা বেশি কাজ করছেন।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য জানিয়েছেন।

এদিকে জনপ্রিয় মেয়র আনিসুল হকের মৃত্যুতে তিন দিনের শোক পালন করছেন ডিএনসিসি। শুক্রবার থেকে শুরু হওয়া এ শোক আজ রোববার পর্যন্ত পালন করা হবে।

আনিসুল হকের বড় ছেলে নাভিদুল হক জানিয়েছেন, মেয়রের কুলখানি বুধবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ওইদিন বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এ কুলখানি হবে।

শনিবার বিকেলে আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে সমাহিত করা হয় বনানী কবরস্থানে।

এর আগে বেলা ৩টা ২০ মিনিটে আনিসুল হকের মরদেহ বনানীর নিজ বাসা থেকে আর্মি স্টেডিয়ামে নেয়া হয়।

নগরপিতাকে শেষবারের মত এক নজর দেখতে আর্মি স্টেডিয়ামে জনতার ঢল নামে। সবস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বাদ আসর জানাজা হয়।

গেলো ২৯ জুলাই পারিবারিক কাজে যুক্তরাজ্যে যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে মারা যান তিনি।

এমসি/এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান
রা‌শিয়ায় কাজের সুযোগ পাবে জাহাজ নির্মাণ কর্মীরা
‌‘আ.লীগের নেতাকর্মীরা মানুষকে ভালোবাসতে জানে’
অক্সিজেন নিয়ে ভবনের ভেতরে যাচ্ছেন ফায়ারকর্মীরা, ছাদ থেকে উদ্ধার ৪
X
Fresh