• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আনিসুল হকের বাসভবনে প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ডিসেম্বর ২০১৭, ১৪:২০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ দেখতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেলা ১টা ৫৫ মিনিটে সেখানে পৌঁছান।

পরে আনিসুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার স্ত্রী-সন্তান ও স্বজনদের সমবেদনা জানান।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বাসভবনে ঢুকে মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

দুপুর একটায় আনিসুল হকের মরদেহ সিলেট থেকে ঢাকায় পৌঁছে। পরে মরদেহ বনানীর বাসভবনে নেয়া হয়।

পরে বিকেল ৩টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আর্মি স্টেডিয়ামে রাখা হবে মেয়রের মরদেহ।

এর আগে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মেয়রের মরদেহ নিয়ে আসা বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

গতকাল শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মেয়র আনিসুল হকের ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছিলেন, শনিবার আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

গেলো ২৯ জুলাই তিনি পারিবারিক কাজে যুক্তরাজ্যে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে মেয়র মারা যান।

এসজে/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh