• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৩০ বছর পর বাংলাদেশ সফরে পোপ

অনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর ২০১৭, ২২:১৭

৩০ বছর পর এই প্রথম কোনো পোপ বাংলাদেশ সফরে আসছেন। সবশেষ ১৯৮৬ সালে সফর করেছিলেন পোপ দ্বিতীয় জন পল।

বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামবেন পোপ ফ্রান্সিস।

বিমানবন্দরে রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরুকে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এ সময় ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হবে তাকে, দেয়া হবে গার্ড অব অনার। পোপ ফ্রান্সিস বর্তমানে মিয়ানমার সফরে রয়েছেন।

তার সফরসূচিতে জানা যায়, বিমানবন্দর থেকে সরাসরি সাভারে যাবেন পোপ ফ্রান্সিস। সেখানে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।