• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাম হরতালে আদালতে যাবেন না খালেদা, যদি...

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ নভেম্বর ২০১৭, ১৯:৪৭

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বামপন্থী রাজনৈতিক দলগুলো হরতাল ডেকেছে বৃহস্পতিবার।

এ হরতালের মধ্যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আদালত যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ দিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার আত্মপক্ষ সমর্থন করে আদালতে অসমাপ্ত বক্তব্য দেয়ার কথা ছিল।

তবে আদালতের নির্দেশনা থাকলে বেলা ২টার পর তিনি আদালতে যেতে পারেন।

এমনটাই জানালেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

বুধবার আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতালের ডাক দিয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।

এ মামলার অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল (ইকোনো কামাল), ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

এসজে/এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
X
Fresh