• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যুদ্ধাপরাধীদের বিচারে হস্তক্ষেপ করায় সার্ক সম্মেলন বর্জন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৮

মানবতাবিরোধী অপরাধের বিচারে অব্যাহতভাবে হস্তক্ষেপ করায় ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে না যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

বুধবার দুপুরে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বললেন, মঙ্গলবারই সার্কের সভাপতি দেশ নেপাল ও সার্ক সচিবালয়ে চিঠি দিয়ে এ কথা জানানো হয়। এ সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো রাষ্ট্রের সিদ্ধান্তের সম্পর্ক নেই।

নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, আফগানিস্তান ও ভুটান যোগ না দেয়ার কথা জানিয়েছে। এর ফলে ৮ সদস্যের এ জোটের শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যায়।

জেএইচ/ এইচটি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh