• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতিসংঘের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য হলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ নভেম্বর ২০১৭, ০৯:৫৪

বাংলাদেশ এই প্রথমবারের মতো জাতিসংঘের নীতিনির্ধারণী সংস্থা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ডের (আইডিবি) সদস্য নির্বাচিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) অস্টিয়ার ভিয়েনায় জাতিসংঘের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ১৭তম সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়।

জাতিসংঘের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনে দুটি নীতিনির্ধারণী সংস্থার একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ড (আইডিবি)।

ভিয়েনা থেকে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিবির ৫৩ সদস্য চার বছরের মেয়াদে নির্বাচিত হয়।

তারা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকাণ্ড মনিটর করে এবং সুপারিশমালা প্রদান করে।

এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে ফিলিপাইন, সৌদি আরব, ভারত, ইরান ও পাকিস্তানও আইডিবির সদস্য নির্বাচিত হয়েছে।

এপি/জেবি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh