• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আ.লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সেমিনার শনিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ নভেম্বর ২০১৭, ২০:৪৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো ‘ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেয়ায় এক সেমিনার আহ্বান করেছে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি।

শনিবার ১০টায় বিএমএ মিলনায়তনে ‘৭ মার্চ: আলোকের ঝরনাধারা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, চিত্রশিল্পী হাশেম খান, অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বুলবুল মহলানবীশ ও বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি।

সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং তথ্য ও গবেষণা উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর সাইদুর রহমান খান।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
আওয়ামী লীগের যৌথসভা আজ
বিএনপির পর আ.লীগের সমাবেশও স্থগিত
আওয়ামী লীগের যৌথ সভা মঙ্গলবার
X
Fresh